
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কার ভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার বাস স্টেশন এলাকা থেকে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ তাকে আটক করা হয়। মাদক কারবারি ইকবাল হোসেন কুমিল্লার সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকায় রওয়ানা হয় মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ মাধাইয়া বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করে। এ সময় প্রাইভেটকারে থাকা ৮টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ওসি রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষয়টি জানার পর এসআই মো. মনিরুল ইসলাম চৌধুরীসহ অভিযান চালিয়ে গাড়িটি পথরোধ করা হয়। এ সময় চলন্ত গাড়ি থেকে চালক বের হয়ে পালিয়ে গেলেও মাদকের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC