ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চান্দিনার কেরনখাল ইউনিয়নের কোড়েরপাড় গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে গৃহকর্তা মমতাজ উদ্দিন (৪৭) কে এলোপাথারি কুপিয়ে আহত করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে রহমান মাস্টারের ছেলে মমতাজ উদ্দিন (৪৭)-এর বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মমতাজ উদ্দিন বর্তমানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মমতাজ উদ্দিনের ছেলে ইয়াছিন রহমান জানান, রাত আড়াইটার দিকে আমার জেঠা মনির হোসেন দরজায় এসে ডাক দেন। মা-বাবা দরজা খুলতেই কয়েকজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে বাবাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে। এর আগে ডাকাতদল আমার জেঠার ঘরের দরজা ভেঙে মোবাইল ফোন নিয়ে যায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে ডাকতে বাধ্য করে। ডাকাতদল ডাকাতি শেষে বেড়িয়ে গেলে আমরা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি জাবেদ উল ইসলাম) জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আহত গৃহকর্তার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC