এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

কুমিল্লার চান্দিনায় দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

Rising Cumilla - Robbery
ডাকাতি প্রতীকী ছবি/এআই জেনারেটেড/রাইজিং কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় মো. মামুন মুন্সী নামে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুটে নেয়।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নের শুহিলপুর পূর্বপাড়ার মুন্সী বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় প্রবাসী মামুন মুন্সীর বোন নাজমা বেগম বাদী হয়ে শনিবার (২৯ মার্চ) চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী বাবুল জানান- শুক্রবার রাত ১টার দিকে ১৮-২০ জনের মুখোশ পরিহিত এক দল ডাকাত বিল্ডিংয়ের কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বন্দি করে রাখে। পরে প্রায় একঘন্টা তান্ডব চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে শো-কেস, আলমারি ভেঙ্গে সব কিছু লুটে নেয়।

প্রবাসী মামুন মুন্সীর বোন নাজমা বেগম বলেন, আমাদের ঘরের প্রথম ও দ্বিতীয় তলা থেকে ৩টি মোবাইল, নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার সহ ৮লাখ ৯০ টাকার টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। আমার ভাই মামুন গরবী মানুষদের যাকাত দেওয়ার জন্য বিদেশ থেকে ২লাখ টাকা পাঠায়। বৃহস্পতিবার সেই টাকা তার স্ত্রী ইলিয়টগঞ্জ বাজারের একটি ব্যাংক থেকে তুলে আমার মায়ের হাতে দিয়ে সে তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার রাত্রে ওই ঘটনা ঘটে।

ডাকাতির খবর পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এবিষয় চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার পর পর আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ব্যবস্থা গ্রহণ করা হবে।