কুমিল্লার চান্দিনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে চান্দিনা পৌর এলাকার রারিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হানিফ ও আনিস গরুর গোবর ফেলা নিয়ে দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে হানিফ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করতে গেলে ছোট ভাই আনিস ধারালো কাঠের টুকরা দিয়ে তার চোখে আঘাত করে। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হানিফ।
পরে তাক উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আনিস পলাতক রয়েছেন।
এ বিষয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাত পাওয়ায় মৃত্যু ঘটে তার।
এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।