এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

কুমিল্লার চান্দিনায় খেলাফত মজলিসের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলা এবং ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ এই স্লোগান নিয়ে চান্দিনা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল হয়।

শনিবার (২৯ মার্চ) চান্দিনার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ্ খান।

সভায় চান্দিনা উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ এমদাদুল্লাহ্ শামসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. আ.ক.ম ফারহান উদ্দিন এর সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তৃতা করেন- খেলাফত মজলিস দুবাই শাখার সভাপতি মাও. সুলাইমান খাঁন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মতিউর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক মাও. মাসউদুর রহমান খান, চান্দিনা প্রেসক্লাব সদস্য ও লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সাধারণ সম্পাদক ডা. মাও. আব্দুল ওয়াহাব শিবলী, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ্ খাঁন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌর খেলাফত মজলিস সভাপতি মাও. আবদুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক মাও. নেয়ামত উল্লাহ্, হাফেজ ক্বারী কাউছার, ওলামা বিষয়ক সম্পাদক মাও. মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মো. হানজালা প্রমুখ।