কুমিল্লার চান্দিনায় ঋণের টাকায় ক্রয় করা ২টি ব্যাটারি চালিত মিশুক চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের একটি গ্যারেজ থেকে মিশুক দুটি চুরি হয়।
এবিষয়ে ভুক্তভোগী মো. রবিউল ইসলাম নামের একজন মিশুক চালক রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আবদুর রহমান এর ছেলে ভুক্তভোগী চালক মো. রবিউল ইসলাম জানান, ব্র্যাক ক্ষুদ্র ঋণ এর বাড়েরা শাখা থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে এবং নগদ টাকা মিলিয়ে ১ লাখ ৭০ টাকা দিয়ে চার মাস আগে সে একটি মিশুক ক্রয় করে।
অপর ভুক্তভোগী একই ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে আবু তাহের জানান, দুইটি এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে একটি মিশুক ক্রয় করে।
জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ওই দুই জন চালক তাদের মিশুকগুলো বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের মকবুল এর গ্যারেজে তালাবদ্ধ করে বাড়িতে যায়। শনিবার সকালে গেরেজে গিয়ে দেখে গেরেজের তালা এবং দুইটি গেইটের তালা ভেঙ্গে মিশুক দুটি চুরি হয়ে গেছে।
এদিকে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বর্তমানে দুঃশ্চিন্তায় রয়েছে দুই জন চালক। তাদের আর্থিক অবস্থা অত্যন্ত অস্বচ্ছল।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC