বুধবার ১৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

5 Awami League leaders and activists detained in Chandina, Comilla
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে আগের কোন মামলা নেই। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তাররা হলেন, চান্দিনার মৃত তৈয়ব আলী ভূঁইয়ার ছেলে ফারুকুল ইসলাম ভূঁইয়া, তিনি চান্দিনা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

বেলাশহর কচুয়ারপাড় গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে চান্দিনা পৌর তাঁতী লীগ সভাপতি মো. মাহাবুব আলম, হাসিমপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে বাতাঘাসি ইউনিয়নের যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন।

এ দিকে মাধাইয়া ইউনিয়নের যুবলীগ নেতা নাওতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে কামরুল হাসান (কুট্টি) এর বিরুদ্ধে পূর্বের ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে বেলাশহর গ্রামের কুটু মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম কে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটকদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অপর ৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন