
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনকারী ও অবৈধ ড্রেজার ব্যবসায়ী বাসার , সোলাইমান ও সালাহউদ্দিন বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার সুহিল পুর ইউনিয়নের পিপুইয়া, উজিরপুর এবং বরইয়া কৃষ্ণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সারাদিন ব্যাপী পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন এবং প্রায় ২০,০০০ (বিশ হাজার) ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। এ সময় অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে অপরাধীরা পালিয়ে যায়। পরে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েও তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি।
অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে কৃষি জমি ও পরিবেশের ক্ষয়ক্ষতি রোধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুল হকের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দিনা উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল নূর।
এ সময়ে সঙ্গীয় ফোর্স হিসাবে উপস্থিত ছিলেন চান্দিনা থানা পুলিশের একটি টিম। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC