
কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে শনিবার (১ নভেম্বর) দুপুরে ১২ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কৌশলে সাপটিকে উদ্ধার করা হয় এবং পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গভীর জঙ্গলে এটিকে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকালে আনসার ক্যাম্প এলাকার একটি বাড়ির পাশের জঙ্গলের গাছের ওপর সাপটিকে দেখতে পান স্থানীয়রা। বিশাল আকারের এই সাপ দেখতে পেয়ে এলাকার লোকজন জড়ো হতে শুরু করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করে।
পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কে নিয়ে সাপটিকে অবমুক্ত করা হয়।
এই বিষয়ে নিশ্চিত করেছেন রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর এবং কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ।
রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর জানান, অজগরটি সম্ভবত খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। তাঁরা যে স্থানে সাপটিকে অবমুক্ত করেছেন, সেখানে সেটি পর্যাপ্ত খাবার পাবে। তিনি আরও বলেন, এই ধরনের সাপ বিষধর নয়, বরং তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই ধরনের সাপের খোঁজ পেলে সেটিকে হত্যা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন বিভাগ তখন সাপটিকে উদ্ধার করে নির্দিষ্ট ও নিরাপদ স্থানে অবমুক্ত করার ব্যবস্থা নেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC