মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার ইলিয়টগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দুই যাত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার ইলিয়টগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দুই যাত্রীর/ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌণে ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অদূরে দরানী ইউটার্নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি স্টার লাইন পরিবহনের বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দরানী ইউটার্নে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন