গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) কুমিল্লার ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
আজ (শুক্রবার) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টনের একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা গেছে, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রাম। তিনি মো. বিল্লাল হোসেন ও রোকসানা বেগমের সন্তান।
আসিফ ২০১৫ সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছেন।