কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল শনিবার ভোরে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান ও তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর-ডিএনসি কুমিল্লা। ডিএনসির পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে আমতলী বিশ্বরোডস্থ গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করা হয়।
এসময় ৫ হাজার ইয়াবাসহ পিবুলা তঞ্চঙ্গ্যা (৫৭), তার স্ত্রী চুমাছিং তঞ্চঙ্গ্যা (৪৭) ও মেয়ে কালতি তঞ্চঙ্গ্যাকে (১৯) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লম্বা ঘোনা উত্তর হ্নীলা গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরো জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ি-বান্দরবান হয়ে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC