শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় ৩১ দফা কর্মসূচির প্রচারে বিএনপির লিফলেট বিতরণ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -BNP distributes leaflets in Comilla to promote 31-point program
কুমিল্লায় ৩১ দফা কর্মসূচির প্রচারে বিএনপির লিফলেট বিতরণ/ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে কুমিল্লা জেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫শে অক্টোবর) বেলা ১১টায় মহানগরীর অন্যতম ব্যস্ত এলাকা চকবাজারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন কর্মসূচির উদ্বোধন করেন এবং এতে নেতৃত্ব দেন।

চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। হাজী ইয়াছিন এ সময় পথচারী, বিভিন্ন দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট তুলে দেন। এরপর দলটির নেতাকর্মীরা কাশারীপট্রি, তেরীপট্রি, চকবাজার, বালুধুম, আলীয় মাদ্রসা সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করে এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় কর্মসূচিতে অংশ নিয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্যেই বিএনপি এই ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলার অধিকার পাবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত হবে।’

লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল কেন্দ্রীয় বিএনপি’র সদস্য,কুমিল্লা জেলা ব্যবসায়িক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট আলী আক্কাস,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান ছুটি, ভিপি নজরুল ইসলাম,মাহবুবুর রহমান দুলাল, আব্দুল জলিল,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহমান,মনিরুল ইসলাম বাচ্চু,চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ,কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ,কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান,চকবাজার ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ,কুমিল্লা মহানগরী ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আজমল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চিশতী,১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মুজিবুর রহমান ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক প্রফেসর হাবিব,১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব,কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে আমরা একদিকে যেমন মানুষের মনের কথা শুনছি, তেমনিভাবে আমাদের দলের গুরুত্বপূর্ণ বার্তাও তাদের কাছে পৌঁছে দিচ্ছি।’ হাজী ইয়াছিন দৃঢ়ভাবে জানান, ‘বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে দেশের মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ কোনোভাবে নিপীড়িত হবে না।’

আরও পড়ুন