ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের আলোকদিয়ায় হচ্ছে ‘আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’। স্টেডিয়ামটির ধারন ক্ষমতা ১৫০০০ হাজার দর্শকের হলেও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরামর্শ দিয়েছেন অন্তত ৩০ হাজার দর্শকের স্টেডিয়াম নির্মাণের। প্রকল্প বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯ কোটি ২০ লক্ষ ৪৬ হাজার টাকা।
আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রাথমিক পর্যায়ে প্রস্তাবিত সাইট চিহ্নিত এবং জরিপের কাজ শেষ হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রস্তুত করণে জেলা প্রশাসক কার্যালয়ে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সভায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মান নিয়ে পরিকল্পনা ও সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জানা যায়, কুমিল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মানের প্রকল্প বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯ কোটি ২০ লক্ষ ৪৬ হাজার টাকা। প্রকল্পটিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি ইনডোর গেমস্ হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণেরও পরিকল্পনা করা রয়েছে।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, বাংলাদেশ ক্রীড়া পরিষদের প্রতিনিধি প্রকৌশলী মোখলেসুর রহমান, গণপূর্ত, সওজ, এলজিইডি, পাউবোর প্রকৌশলীসহ কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।