কুমিল্লা রিজিয়নের দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক করেছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২৪-৫৪২০) থামিয়ে তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। কাভার্ডভ্যানটিতে ৮০ কেজি ওজনের ১০০টি এবং ৫০ কেজি ওজনের ১০৫টি বস্তা ভর্তি পলিথিন ছিল।
হাইওয়ে পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি ঢাকার ইমামগঞ্জ মধুপুর ট্রান্সপোর্ট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক উজ্জল হোসেনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত পলিথিন ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলমের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC