কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত ১৪ অক্টোবর রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মালু মিয়া।
চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই মোহাম্মদ ওসমান গণি ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব পাঁচরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে মালু মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মালু মিয়া চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব পাঁচরা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বের দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC