কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪” শেষ হয়েছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেছা স্কুল চ্যাম্পিয়ন এবং মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
চারদিনব্যাপী এই টুর্ণামেন্টে কুমিল্লা মহানগরের ৮টি ঐতিহ্যবাহী স্কুল অংশগ্রহণ করে। ফাইনালে নবাব ফয়জুন্নেছা স্কুল মালেকা মমতাজ স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমিতা কচি-কাঁচা মেলার সদস্য বোন-আরাত্রিকা ঘোষ অর্ণি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান- ড. মোঃ নিজামুল করিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ আলী মনসুর ফারুক।
অন্যান্য বক্তারা হলেন “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪”এর আহ্বায়ক ও মধুমিতা কচি-কাঁচা মেলার উপদেষ্টা- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রাশেদা রহমান, “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪”এর সদস্য-সচিব ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- রাশেদা আক্তার, এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক- বদরুল হুদা জেনু।
পরে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়সহ টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ৪দিন ব্যাপী “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪”।
অংশগ্রহণকারী স্কুল:
- নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়
- কুমিল্লা মডার্ণ হাই স্কুল
- মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়
- শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়
- কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
- পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়
- ফরিদা বিদ্যায়তন