
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা-০৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি জনাব উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।









