কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এক বিদ্যালয়ে ক্লাসরত অবস্থায় পার্শ্ববর্তী নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল (লিংটার) ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থী শ্রেণিকক্ষেই নিহত হয়েছে।
আজ সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকার নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সাগর উপজেলার শাকতলা গ্রামের অলি হোসেনের ছেলে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায়। ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন সাততলা ভবনের একটি লিংটার ভেঙে ওই বিদ্যালয়ের টিনশেড ভবনে পড়ে।
এ সময় বিদ্যালয়ের চাল ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় ওই ক্লাসে থাকা শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনের লিংটার বিদ্যালয়ের চালে পড়লে তা ভেঙে শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC