নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বেড়েছে অপরাধ প্রবণতা

Rising Cumilla - Crime trends in CUmilla increased in October compared to September
ছবি : সংগৃহীত

ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে কুমিল্লা! সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪ টি। যেখানে অক্টোবরে ঘটেছে ৩১ টি। এছাড়া গত অক্টোবর মাসে কুমিল্লায় খুন, ডাকাতি ও ধর্ষণসহ গুরুতর অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গতকাল রবিবার (১০ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভার তথ্য বলছে, কুমিল্লায় গত সেপ্টেম্বরে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫ টি। অপরদিকে অক্টোবরে মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮ টি। গত সেপ্টেম্বর মাসে খুনের ঘটনা ঘটেছে ১১ টি। অক্টোবরে খুনের ঘটনা ঘটেছে ১৪ টি। সেপ্টেম্বর মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ২ টি। অক্টোবরে মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ৬ টি।

এদিকে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে কুমিল্লায় খুন, ডাকাতিসহ গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে বলে আইন শৃঙ্খলা কমিটির সভায় অবহিত করা হয়।

অন্যদিকে পুলিশের ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় সিঁদেল চুরির ঘটনাও বেড়েছে। সেপ্টেম্বর মাসে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে ৮ টি। গতমাসে এ ঘটনা ঘটেছে ১২ টি।

সভার শুরুতে বিগত আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত সমূহ ও বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করা হয়েছে।

এছাড়া সভায় কুমিল্লায় যানজট নিরসনের লক্ষ্যে আলোচনা করা হয়। যানজট নিরসনের প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেছেন, যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন বাস টার্মিনাল স্থানান্তকরণের জন্য জমি অধিগ্রহণের কোনো প্রস্তাব জেলা প্রশাসনে পাঠায়নি। তিনি মাদকদ্রব্য বহনকারীদের না আটক করে মূলহোতাদের আটকের নির্দেশ দেন।

এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম, পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ উপস্থিত বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।