‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার এরিয়া ব্যবস্থাপনায় এক ব্যতিক্রমী উদ্যোগে প্রায় দেড় হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় অবস্থিত দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সেনানিবাস থেকে আগত মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু রোগ, অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার এবং প্যারামেডিকসরা এই ক্যাম্পে অংশ নেন।
তাঁরা সম্মিলিতভাবে রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
এই সেবামূলক কার্যক্রমে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দেড় হাজার স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
শুধুমাত্র বিনামূল্যে ওষুধ বিতরণই নয়, ক্যাম্পে একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটারও স্থাপন করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় ছোটখাটো অপারেশন সফলভাবে সম্পন্ন করার ব্যবস্থা ছিল, যা রোগীদের জন্য এক বিশাল সুবিধা এনে দিয়েছে।
সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা এই সেবামূলক কাজের জন্য গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC