কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে নবীনবরণ, বিদায় সংবর্ধনা, পিঠা উৎসব ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজনের প্রথম পর্বে বিদায়ী স্নাতকদের সম্মাননা ও নবীন শিক্ষার্থীদের বরণ হয়। পরে পিঠা উৎসবে শিক্ষার্থীরা দেশীয় নানা স্বাদের পিঠা তৈরি করে অতিথিদের আপ্যায়ন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক উন্নয়ন, অবকাঠামোগত সহায়তা ও প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং উচ্চশিক্ষা খাতে শক্তিশালী কমিউনিটি গঠনে কাজ করতে হবে।
সভায় বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই অবকাঠামো গড়ে তোলার জন্য সরকারি সহায়তার গুরুত্বের ওপর জোর দেন।
সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন ফেনি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এ.আর. কাইজার, ট্রাস্টি সদস্য ড. এএসএমটি উল্লাহ, রেজিস্ট্রার ড. ফারহাতুল ইসলাম, ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রেজারার ড. মিজানুর রহমান, সিসিএন ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য ইফতেখারুল ইসলাম ও উপাচার্য ড. মো. শাহ জাহান।
এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যালয়ের পরিচালক বেলাল আহমেদ, এআইইউবির জনসংযোগ বিভাগের প্রধান এএইচএম তুহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC