কুমিল্লার হোমনা উপজেলায় বিষধর সাপের কামড়ে তানজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৬ জুন) সকালে নিজ বাড়িতে তাকে সাপে কাটে।
তানজিনা (২২) হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাপে কাটা তানজিনাকে অ্যান্টিভেনম দেওয়ার পর হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার পরিবার সেটি না মেনে তাকে এক কবিরাজের কাছে নিয়ে কাজ না হলে তাকে আবার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের স্বামী আলী আহমেদ জানান, সকাল আনুমানিক ৭ টায় বিছানাতেই শুয়েছিল তানজিনা। এ সময় তার বাম পায়ের আঙ্গুলে সাপের ছোবল টের পায়। খাটের নিচে তাকাতেই কালো রঙের একটি সাপকে চলে যেতে দেখেন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাক্সিন দেওয়ার পর উপজেলার মাথাভাঙ্গা গ্ৰামের শাহআলম দরবেশ আলী কবিরাজের বাড়িতে ‘পানপড়া’ খাওয়ানোর জন্য নেওয়া হয়। তারা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
ফেরার পথে তানজিনার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটলে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম জানান, সাপে কাটা ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়। এ সময় তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হয়। কিন্তু ডোজ চলাকালীন মাঝামাঝি সময়ে তাকে জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। আমরা অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি।
পরে যখন আবার ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে ততক্ষণে তার মৃত্যু হয়। তিনি বলেন, যে সাপটি তাকে কেটেছে সেটি বিষধর ছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC