মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমার মৃত্যু

Journalist Masuma, injured in road accident in Comilla, dies
ছবি: সংগৃহীত

মৃত্যুর সঙ্গে টানা চারদিনেরও বেশি সময় ধরে লড়াই করে অবশেষে হেরে গেলেন এখন টিভির রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি। গুরুদাসপুরেই ছোট থেকে বেড়ে ওঠা তার।

মাসুমা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেছেন। শিক্ষাজীবন থেকেই তাঁর সাংবাদিকতা শুরু, পরে এটিকেই পেশা হিসেবে নেন।

জানা গেছে, ২০২৩ সালের শেষের দিকে তিনি বিয়ে করেন। রাজশাহীতে স্বামীর সঙ্গেই থাকতেন। অফিস থেকে ছুটি নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশা ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।

ঘটনাস্থলে অটোরিকশার চালক, মাসুমা আক্তার ও তাঁর স্বামী গুরুতর আহত হন। মাসুমাকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে এখন টিভির রাজশাহী ব্যুরোপ্রধান রাকিবুল হাসান রাজিব জানান, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে আনুমানিক সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হবে।