আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড আউটলেট শাখা ও চান্দলা বাজার আউটলেট শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
প্রতিবছরের ন্যায় এই বছরেও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় চান্দলা বাজার আউটলেট শাখার আয়োজনে ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এরআগে গত (২২ জানুয়ারী) বুধবার সকালে মাধবপুর বাসস্ট্যান্ড আউটলেট শাখার পক্ষ থেকেও ওই ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি মাধবপুর বাসস্ট্যান্ড আউটলেট শাখা ও চান্দলা বাজার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখার স্বত্ত্বাধিকারী মোঃ মাহফুজুর রহমান।
এবিষয়ে ব্যাংকের এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী মোঃ মাহফুজুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।