শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা কর্তৃক মূল্যবোধের অবক্ষয়, জঙ্গীবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজে এক আর্কষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এম. নার্গিস আক্তার।
আরও উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, বরেণ্য শিল্পী একরামুল হক ও মাহতাব সোহেল সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে মূল্যবোধের অবক্ষয়, জঙ্গীবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে সতর্ক থাকার এবং শিল্প-সংস্কৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রণোদিত করেন।