কুমিল্লা নগরীর কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শহীদ মিনার এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।
ঘটনাটি কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের নজরে আসার পরপরই তিনি তাৎক্ষণিক সংস্কারের নির্দেশ দেন। তাঁর উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে দ্রুততার সঙ্গে শহীদ মিনার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরালটি সংস্কার করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙা অবস্থায় ছিল। এলাকাবাসীর ধারণা, মাদকাসক্ত ছিন্নমূল ব্যক্তিরা শহীদ মিনারের লোহার স্তম্ভগুলো ভেঙে নিয়ে গিয়েছিল। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনার এমন দুরাবস্থা দেখে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন।
এর আগে গত ২৫ জুন ভাঙা ম্যুরাল ও শহীদ মিনারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC