
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টার সেকশন এলাকায় শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতিকে ধারণ করে গ্রাফিতি পুনরুদ্ধার ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূর্বে ছাত্রজনতার অংকিত একটি প্রতিবাদী গ্রাফিতির ওপর কালো কালি ছিটিয়ে দেওয়ার ঘটনার বিরুদ্ধে ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ উপস্থিত থেকে ছাত্র-জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় তিনি শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ কখনো মুছে ফেলা যাবে না। গ্রাফিতির মাধ্যমে ন্যায়, প্রতিবাদ ও সাহসের ভাষা তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। কালো কালি ছিটিয়ে দেওয়ার মাধ্যমে প্রতিবাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
কর্মসূচির অংশ হিসেবে পূর্বের গ্রাফিতি পুনরুদ্ধার করা হয় এবং নতুন করে দেয়ালে প্রতিবাদী বার্তা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, ন্যায় ও বিবেকের পক্ষে শালীন ও গঠনমূলক প্রতিবাদ অব্যাহত থাকবে এবং কুমিল্লার দেয়ালগুলো প্রতিবাদের ভাষায় কথা বলবে।
এ সময় সচেতন ছাত্রসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। আয়োজকদের ভাষ্য, শহীদদের রক্তের প্রতি সম্মান জানানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC