মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

কুমিল্লায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

Motorcyclist killed in Comilla hit by lorry, protests block roads
কুমিল্লায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ/ছবি: সংগৃহীত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানান, সাদ্দাম হোসেন সকালে মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে দেবিদ্বার যাচ্ছিলেন। কংশনগর মেতিরাফ মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করেছি। তবে ঘাতক লরিটি পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন