মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ছবি: র‌্যাবের সৌজন্যে

কুমিল্লায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (১০ আগস্ট) তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১, সিপিসি-২। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজি এবং ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ অর্ক (৩২) মুন্সীগঞ্জ জেলার ভবেরচর থানার কলেজ রোড গ্রামের আব্দুর রহিম এর ছেলে, মোঃ তুষার (২৬) কুমিল্লার কোতয়ালী মডেল থানার পালপাড়া গ্রামের রিপন মিয়া এর ছেলে এবং মোঃ মামুন হাসান (২৮) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার তুষপুর গ্রামের মোঃ জুলহাস মিয়া এর ছেলে।

আজ সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১১, সিপিসি-২।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে র‍্যাব-১১ এর দল কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন শাহপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ অর্ক নামে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৩৫ বোতল স্ক্যাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

একই রাতে আরেকটি অভিযানে শালুকমোড়া এলাকা থেকে মোঃ তুষার নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।

এছাড়া, ধনপুর এলাকায় পরিচালিত তৃতীয় অভিযানে মোঃ মামুন হাসানকে ১০,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন