
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬,১৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ মার্চ) রাতে, কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আমড়াতলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব।
অভিযানে ৩২ বছর বয়সী মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬,১৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ধুতিয়া দীঘিরপাড় গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে।
জিজ্ঞাসাবাদে হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। র্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।