ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের দাফন সম্পন্ন

Rising Cumilla - Burial of brave freedom fighter Abdul Alim completed in Comilla with state dignity
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আসর উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে দিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন স্বজনরা।

এর আগে টাকই কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। গার্ড অব অর্নার প্রদান করেন উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। পরে সেনা বাহিনীর পক্ষ থেকেও ওই মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

তাঁর জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম টাকই গ্রামের উমদ আলী ভূইয়া বাড়ির বাসিন্দা।

মরহুমের পরিবার জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম বার্ধক্যজনিত কারনে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬ টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালেন তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার ও মো. নুরুল ইসলাম সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ শোক প্রকাশ করেছে।