নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ‘জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাইজিং কুমিল্লার পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
পোস্টে বলা হয়, পরিবর্তিত বাংলাদেশে এটা মোটেই কাম্য নয় এবং এরকম ঘটনা কেউ দেখতে চায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিৎ।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভবিষ্যতে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করার আহবান জানাচ্ছি।
আমরা মরহুমের রূহের আত্নার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।