কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়েছে।
সকাল সাড়ে ৬টায় দিকে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার এর নেতৃত্বে জেলা প্রশাসন। পরে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহামেদ খান এর নেতৃত্বে চৌকস পুলিশ বাহিনীর একটি দল।
বীরমুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়ার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুমিল্লা মহানগর ও জেলার নেতৃবৃন্দরা, ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি। পরে-যুবদল-ছাত্রদল মহিলাদল,কুমিল্লা ক্লাব,রোটারী ক্লাব, উদিচী,যাত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে আজ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকালে বিজয় র্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC