কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রৌশনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেউশ-চান্দলা টানাব্রীজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। রৌশনা বেগম উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের মৃত সাজন আলীর স্ত্রী। তিনি বর্তমানে দুই ছেলে দুই মেয়ের জননী।
নিহতের রৌশনা বেগমের ছেলে জাকির হোসেন জানান, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আমাদের একই গ্রামের আমার এক বোনের বাড়িতে আমার মা যাচ্ছিলেন।
এসময় দেউশ-চান্দলা টানাব্রীজ সড়কে পূর্বদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান আমার মাকে চাপা দিয়ে চলে যায়।
এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে সালমা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধা রৌশনা বেগমকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC