মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংকস পাউডার (ট্যাংক জাতীয় পানীয়) অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন ও বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, অবৈধ মালামাল ধ্বংস এবং কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৮ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
বিএসটিআই ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকায় মেসার্স সিয়াম ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি বাজার থেকে মেয়াদোত্তীর্ণ ট্যাং তুলে আনতো। সেগুলো আবার বড় একটি ড্রামে রেখে পাউডারগুলো মিক্স করতো। এরপর নতুন তারিখ দেওয়া একটি কৌটায় ভরে তা বাজার বিক্রির জন্য পাঠাতো। এ ছাড়াও যে মিশ্রণ করতো সেটিও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ জানান, ওই প্রতিষ্ঠান প্রতারণা করে আসছিল। তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অবৈধ মালামাল ধ্বংস ও কারখানার উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
জেলা প্রশাসন কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপপরিচালক (সিএম) কে এম হানিফ।