কুমিল্লায় বাল্যবন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্নার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সুধীর বাবু (৭৪) মারা গেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে সুধীর বাবু দুই ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানিয়েছেন, আজ রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতে সুধীর বাবুর বাল্যবন্ধু আমির হোসেন মারা যান। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে তার জানাজায় সুধীর বাবু সবার পেছনে একটি গাছের গুঁড়িতে বসে নীরবে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর এই গভীর ভালোবাসা ও আন্তরিকতা তখন দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছিল।
জানা গেছে, ছোটবেলা থেকেই সুধীর বাবু এবং আমির হোসেন একসঙ্গে খেলাধুলা ও আড্ডা দিয়ে বড় হয়েছেন। তারা দুজনেই গুনবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও তারা সুযোগ পেলেই ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটাতেন। তাদের এই বন্ধুত্ব ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC