ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর এলাকা থেকে মাদক কারবারি মো. ইব্রাহিমকে (৩৮) আটক করা হয়। তিনি জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ জানতে পারে যে, কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে আলেখারচর এলাকায় প্রাইভেট কারটি থামানো হয়। পরে কারটি তল্লাশি করে ব্যাকডালা থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি ইব্রাহিমকেও আটক করা হয়।
ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC