ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার নুরিতলা অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে মহাসড়কে প্রায় ২৫ কিমি. তীব্র যানজটে সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে গাড়ি চালক ও যানবাহন সাধারণ মানুষ পড়ছে ভোগান্তিতে।
বৃহস্পতিবার (০১ মে) শেষ রাতের দিকে চান্দিনার নূরিতলা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান উল্টে সড়কের উপর পড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে।
এতে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে কিছু চালক উল্টো পথে গাড়ি চালাতে থাকেন, এতে যানজট তীব্র আকার ধারণ করে। এ রিপোর্ট করা পর্যন্ত সকাল ৯টা ২০ পর্যন্ত ধীরগতিতে চলছিল যানবাহন।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ ঢাকায় যান। একসঙ্গে অসংখ্য যানবাহন পারাপারের কারণে টোল প্লাজায় যানজট তৈরি হয়।
সকাল সাড়ে ৮টায় চান্দিনার কাঠেরপুল এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের বাসচালক সামছুল ইসলাম বলেন, ‘সকাল ৬টা ২০ মিনিটে কুমিল্লা থেকে রওনা দেই। সৈয়দপুর এলাকায় এসে যানজটে পড়ি। এক ঘণ্টার পথ ৩ ঘণ্টায় অতিক্রম করতে পারছি না।’ ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক দিদার হোসেন ও দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের চালক আলমগীরও একই অভিজ্ঞতার কথা জানান।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে আছে শুনে ঘটনাস্থলে রেকার নিয়ে যাই। রেকারের ওজন সক্ষমতা দুর্বল হওয়ায় কাভার্ডভ্যান সরাতে দেরি হচ্ছে। ফেনী থেকে রেকার এনে কাভার্ডভ্যান সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC