কুমিল্লার বুড়িচং উপজেলার ৪টি ইউনিয়ন (ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন) নিয়ে পৃথক ময়নামতি উপজেলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে উপজেলা বাস্তবায়ন কমিটি।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) উপজেলার ময়নামতি বাজার জামে মসজিদের সামনে নতুন উপজেলা বাস্তবায়নের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব দিদারুল আলম দিদার।
লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক। কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। সবশেষ ২০২১ সালের জুলাই মাসে পাঁচটি ইউনিয়ন নিয়ে কক্সবাজার জেলায় ঈদগাঁও নামে নতুন উপজেলা গঠিত হয়। এটি দেশের ৪৯৫তম উপজেলা। নতুন গঠিত এই উপজেলার চেয়ে জনসংখ্যা ও ভোটার সংখ্যা ময়নামতিসহ চার ইউনিয়নে বেশি। আরও কম ইউনিয়ন ও জনসংখ্যাসহ অন্যান্য সুবিধাদি ময়নামতির তুলনায় কম হওয়া সত্ত্বেও এমন বেশ কয়েকটি উপজেলা পরিষদ দেশে বাস্তবায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে আমরা চার ইউনিয়নের মানুষ সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হয়রানির শিকার। এই অবস্থা দূর করতে অবিলম্বে ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবি জানাই।
এ বিষয়ে কমিটির নেতারা বলেন, চার ইউনিয়নে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব, পেশাজীবী নেতৃত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ময়নামতি উপজেলা প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যবদ্ধ ও সোচ্চার।
এসময় কমিটির সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC