মার্চ ২২, ২০২৫

শনিবার ২২ মার্চ, ২০২৫

কুমিল্লায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

Rising Cumilla - Death alleged due to wrong treatment in Cumilla, journalist assaulted while gathering news
ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে একদল ইন্টার্ন চিকিৎসক হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহত সংবাদকর্মীরা।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আহত সাংবাদিকদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন – যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিক ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। হামলায় তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আহত সাংবাদিক রফিকুল ইসলাম খোকন চৌধুরী জানান, “ক্যামেরা চালু করার সাথে সাথেই আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর আগেও আমরা সংবাদ সংগ্রহ করতে এসে একাধিকবার ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছি।” তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম সাংবাদিকদের জানান, “আমরা জরুরি বৈঠকে বসেছি। কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”