নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নারীর ব্যাগের টাকা চুরি

After withdrawing money from a bank in Debidwar, Cumilla, money was stolen from a woman's bag
সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কলেজ রোডের অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক নারীর ব্যাগের টাকা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের পশ্চিমপাড়া প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী মোসা. পারভিন আক্তার ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর ব্যাংকের বাইরে বের হয়ে তিনি দেখেন তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভেতরের টাকা নেই।

তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি জানিয়ে ওই নারী ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান। খবর পেয়ে দেবিদ্বার থানার এসআই রেজোয়ান হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোসা. পারভিন আক্তার জানান, বাড়ি সংস্কারের বকেয়া টাকা পরিশোধের জন্য তার স্বামী প্রবাস থেকে টাকা পাঠিয়েছিলেন। ওই টাকা ব্যাংক থেকে তুলে তিনি বিদ্যুৎবিল পরিশোধ করেন। পরে বাকি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে লক্ষ্য করেন তার ব্যাগের চেইন খোলা পান এবং ব্যাগে কোনো টাকা নেই।

অগ্রণী ব্যাংক লিমিটেড দেবিদ্বার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম ভূঁইয়া জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে, ঘটনাটি ব্যাংকের ভেতরেই ঘটে থাকতে পারে। ওই নারীর পাশ ঘেঁষে থাকা একাধিক বোরখা পরা নারী দাঁড়িয়ে ছিলেন।

দেবিদ্বার থানার এসআই রেজোয়ানুল হক জানান, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে এসেছি। তারা ঘটনাটি তদন্ত করছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করবেন।