
কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আজ, সোমবার বেলা ১১টায় কুমিল্লা ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, সোমবার রাত সাড়ে তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। টহল দলটি সীমান্ত পিলার হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে। এসময় টহল দলটি পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
এ বিষয়ে সোমবার বেলা ১১টায় কুমিল্লা ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি বলেন, বিজিবির পেশাদারিত্বের ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পণ্য পাচার রোধে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্নের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC