মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Indian goods worth around Tk 6.8 million seized in BGB operation in Comilla
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ/ছবি: সংগৃহীত

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা ও রেলস্টেশনে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আতশবাজিসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় যৌথ টাস্কফোর্স কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে, ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দলের মাধ্যমে।

অভিযানকালে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২৩ লাখ ৮০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের আতশবাজি, ফুচকা সামগ্রী, বাসমতী চাল ও নানা প্রকার প্রসাধনী পণ্য।

এছাড়া একই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিমাতলী সীমান্ত থেকে একজন আসামিসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাশাপাশি সীমান্তের বিভিন্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৪ লাখ ৬২ হাজার ৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪২ হাজার ৩৮০ টাকা। উদ্ধারকৃত সব মালামাল বিধি মোতাবেক নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন