
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড়ের ফাতেমা হোমসে এই উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। এছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।