বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫

কুমিল্লায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

৫ই আগস্টের বিজয়কে স্মরণ করে, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

বুধবার (৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই আয়োজনে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ.জেড.এম. জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিগত ৪টি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। জুলাই অভ্যূত্থানের পর বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। আমরা আশা করব ইনশায়াল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই।

প্রধান উপদেষ্টার ঘোষিত ২৮ দফা প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘তিনি যে ২৮ দফা ঘোষণা দিয়েছেন, বিএনপি অনেক আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সাধুবাদ জানিয়েছি।’

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন আপনাদেরকে অনুরোধ করব। রাজনীতির মাঠে আসুন, আপনাদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে আর আপনাদের যা আছে তা নিয়ে জনগণের পাশে আসেন। জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে। আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।’

সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বিজয় র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন