মে ১৯, ২০২৫

সোমবার ১৯ মে, ২০২৫

কুমিল্লায় বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত বিএনপির পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নগরীর কান্দিরপাড়ে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য মাধ্যমে তদন্ত করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলায় যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় এলাকার বাসিন্দা মো. মহসিন (৩২), আশ্রাফপুর ইয়াসিন মার্কেট এলাকার সালাহ উদ্দিন রকি (৩০), শাসনগাছা এলাকার মো. সোহাগ হোসেন (৩০), কালিয়াজুড়ি এলাকার সাইফুল ইসলাম (২৫) এবং সদর উপজেলার পাঁচথুবীর শ্রীপুর এলাকার মারুফ আহমেদ (২৪)।

এছাড়াও আরও ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে।

মামলার বাদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এই প্রসঙ্গে বলেন, ‘দলীয় তদন্তের মাধ্যমে যদি কেউ অভিযুক্ত হয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৭ মে সন্ধ্যায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন