ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোর কানন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার মোহাম্মদপুরের সরাই জাফরাবাদ এলাকার মো. সালামের পুত্র শাকিল হোসেন (২২) এবং ফেনী জেলার ছাগলনাইয়ার পূর্ব গোপাল এলাকার পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অজ্ঞাত বাস জোর কানন ইউটার্নে পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণহানি ঘটে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে এখনো আটক করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC