কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তায় রাখা বালু নিয়ে খেলায় চার বছরের এক শিশুকে ডোবার পানিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. শাহজাহান নামের এক শিক্ষকের বিরুদ্ধে। শিশুর প্রতি নির্যাতনের বিষয়টি শুক্রবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
অভিযুক্ত শাহজাহান বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার নথির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে নজির আহম্মেদের দুই মেয়ে মিফতাহুল মাওয়া এবং গালিবা সুলতানা (১০) শাহজাহানের বাড়ির সামনের রাস্তায় রাখা বালি নিয়ে খেলা করছিল। সেসময় শাহজাহান বালি নষ্ট করার অভিযোগে চার বছরের মাওয়াকে মারধর করে এবং কোলে তুলে পাশের ডোবায় ছুড়ে ফেলে দেয়।
এ ঘটনা দেখে তার বড় বোন গালিবা চিৎকার ও ছোট বোনকে উদ্ধারের জন্য কান্না করলে শাহজাহান তাকেও মারধর করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহজাহান চলে যান।
তখন প্রতিবেশীরা আহত দুই শিশুকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মাওয়ার অবস্থার অবনতি দেখে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, মেয়েকে পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে শিশুটির মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি শাহজাহানকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে ঘটনার পর ভিডিও ভাইরাল এবং থানায় মামলা হওয়ার পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাকে ধরার চেষ্টা চলছে।