বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুমিল্লা নগরী যখন উৎসবের রঙে রঙিন, তখন শহীদ মুগ্ধের স্মৃতিতে এক ভিন্ন উদ্যোগ নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কুমিল্লা মহানগর। পহেলা বৈশাখের দিনভর কর্মসূচির মাঝে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে ১০ হাজার বোতল বিশুদ্ধ পানী বিতরণ করা হয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) কুমিল্লা নগর উদ্যানে স্থাপিত শহীদ মুগ্ধ গ্যালারি প্রাঙ্গণে সকাল থেকেই শুরু হয় এই মানবিক কার্যক্রম। বৈশাখের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া ক্লান্ত মানুষদের ক্লান্তি দূর করতে এগিয়ে আসেন সংগঠনের কর্মীরা। দিনভর চলে এই জল বিতরণ কর্মসূচি, যেখানে প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হন।
এই উদ্যোগের সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, সদস্য ফারহা এমদাদ, জিয়াউল হোসেন অনিক, নাজমুল হক জিসান, ইঞ্জিনিয়ার মুনতাসির তুষার, জাফরিন হক অনন্যা এবং অন্যান্য সদস্যবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান এই প্রসঙ্গে বলেন, "মীর মুগ্ধ আমাদের প্রেরণার নাম। মীর মুগ্ধ আন্দোলনকারীরের পানি বিতরণ করাকালীন স্বৈরাচারের গুলিতে শহীদ হন। তাঁর স্মরণেই আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC